বলা হয়ে থাকে বাঙ্গালী মাত্রই স্বাধীনচেতা এবং রাজনীতি সচেতন।এদের পেটে খাবার থাক বা না থাক তাতে সমস্যা নেই কিন্তু এদের কথা বলার অধিকার থাকতে হবে।আপনি আর সব পারবেন কিন্তু পরাধীনতার শৃঙ্খলে এদের আবদ্ধ করতে পারবেন না।তার বহু দৃষ্টান্ত এ জাতি ইতোপূর্বে দেখিয়েছে।
১)১৯৩৫ সাল পূর্ব রাজনৈতিক স্ট্যান্ড এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম।
২)১৯৪০ সালের লাহোরে প্রস্তাব এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি সৃষ্টির প্রয়োজনীয়তা।
৩) ১৯৪৭ সালের দেশ বিভাগ এবং স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার শেষ ব্যর্থ চেষ্টা।
৪)পাকিস্তান রাষ্ট্রের অজানা নানা রাজনৈতিক দিক।
৫) ১৯৫৬ সালে সোহরাওয়ার্দী সাহেবের কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন এবং ঘটনা প্রবাহ।
৬) ঐতিহাসিক মারি চুক্তি
৭)৬৯ এর গন অভ্যুত্থানের স্বরূপ।
৮)৭০ এর সাধারন নির্বাচন এবং বাঙ্গালির স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ।
উক্ত বইটিতে খুব সুন্দর ভাবে এবং সাবলীল ভাষায় গনতন্ত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হয়েছে এবং গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে পাকিস্তান রাষ্ট্র কেমন হতো সেটাও বিশ্লেষণ করা আছে। সেই সাথে স্বাধীনতা যুদ্ধে আওয়ামিলীগ এর রাজনৈতিক অবদান সম্পর্কে বলা আছে।৭০ এর নির্বাচন পূর্বের আওয়ামিলীগ এর আদর্শ এবং স্বাধীনতা পরবর্তী আদর্শের তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কেও একটা ধারনা পাবেন আশা করি বইটি থেকে।মনে রাখবেন অতীত থেকে শিক্ষা নিয়েই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের মোকাবিলা করতে হবে।
No comments:
Post a Comment