বুক রিভিউঃ- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর - Suo Moto

Breaking

Saturday, October 3, 2020

বুক রিভিউঃ- আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর



বলা হয়ে থাকে বাঙ্গালী মাত্রই স্বাধীনচেতা এবং রাজনীতি সচেতন।এদের পেটে খাবার থাক বা না থাক তাতে সমস্যা নেই কিন্তু এদের কথা বলার অধিকার থাকতে হবে।আপনি আর সব পারবেন কিন্তু পরাধীনতার শৃঙ্খলে এদের আবদ্ধ  করতে পারবেন না।তার বহু দৃষ্টান্ত এ জাতি ইতোপূর্বে দেখিয়েছে।


সিরাজুদ্দৌলার পরাজয়ের মাধ্যমে যখন স্বাধীনতার শেষ সুর্য ডুবে যাচ্ছিল তখনো কিছু দেশপ্রেমিক রক্তের শেষ বিন্দু দিয়ে শত্রুর মোকাবিলা করে গেছেন।ব্রিটিশ উপনিবেশবাদের ২০০ বছরের শাসন সত্বেও তাদের স্বাধীনচেতা মনোভাবে এতটুকু ছেদ পড়েনি।সাতচল্লিশের পাকিস্তান আন্দোলনের মাধ্যমে পাকিস্তান সৃষ্টিতে এদের অবদান কম ছিল না।কিন্তু শাসকদের আচরন খুব অল্প সময়ের মধ্যেই বাঙ্গালিরা বুঝতে পারে।পরবর্তীকালে বায়ান্নর ভাষা আন্দোলন, ৫৪ এর নির্বাচন,৬২ এর  আন্দোলন, ৬৬ এর ৬ দফা, ৬৯ এর গন অভ্যুত্থান, ৭০ এর নির্বাচন এবং সর্বপরি আমাদের স্বাধীনতা যুদ্ধ এর সবই আমাদের জানা।দীর্ঘ এ স্বাধীনতা সংগ্রামের অনেক জানা অজানা দিক তুলে ধরা হয়েছে তৎকালীন পাকিস্তানের কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য মন্ত্রী জনাব আবুল মনসুর সাহেবের "আমার দেখা রাজনীতির পঞ্চাশ বছর " শীর্ষক বইটিতে।একজন রাজনীতি সচেতন ব্যক্তি হিসেবে অবশ্যই বইটি আপনার পড়া উচিত।বইটি পড়লে আপনারা মূল যেই বিষয়গুলো সম্পর্কে সম্যক ধারনা পাবেনঃ-

১)১৯৩৫ সাল পূর্ব রাজনৈতিক স্ট্যান্ড এবং ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রাম।

২)১৯৪০ সালের লাহোরে প্রস্তাব এবং দ্বিজাতিতত্ত্বের ভিত্তিতে মুসলমানদের জন্য পৃথক আবাসভূমি সৃষ্টির প্রয়োজনীয়তা।

৩) ১৯৪৭ সালের দেশ বিভাগ এবং স্বাধীন বাংলা রাষ্ট্র প্রতিষ্ঠার শেষ ব্যর্থ চেষ্টা।

৪)পাকিস্তান রাষ্ট্রের অজানা নানা রাজনৈতিক দিক।

৫) ১৯৫৬ সালে সোহরাওয়ার্দী সাহেবের কেন্দ্রীয় মন্ত্রীসভা গঠন এবং ঘটনা প্রবাহ।

৬) ঐতিহাসিক মারি চুক্তি

৭)৬৯ এর গন অভ্যুত্থানের স্বরূপ। 

৮)৭০ এর সাধারন নির্বাচন এবং বাঙ্গালির স্বাধীনতা যুদ্ধ এবং যুদ্ধ পরবর্তী ঘটনা প্রবাহ।


উক্ত বইটিতে খুব সুন্দর ভাবে এবং সাবলীল ভাষায় গনতন্ত্রের প্রয়োজনীয়তা বিশ্লেষণ করা হয়েছে এবং গনতন্ত্র প্রতিষ্ঠা করতে পারলে পাকিস্তান রাষ্ট্র কেমন হতো সেটাও বিশ্লেষণ করা আছে। সেই সাথে স্বাধীনতা যুদ্ধে আওয়ামিলীগ এর রাজনৈতিক অবদান সম্পর্কে  বলা আছে।৭০ এর নির্বাচন পূর্বের আওয়ামিলীগ এর আদর্শ এবং স্বাধীনতা পরবর্তী আদর্শের তুলনামূলক বিশ্লেষণ সম্পর্কেও একটা ধারনা পাবেন আশা করি বইটি থেকে।মনে রাখবেন অতীত থেকে শিক্ষা নিয়েই আমাদের বর্তমান এবং ভবিষ্যতের মোকাবিলা করতে হবে।




DOWNLOAD LINK:

You can download this book from Here.

No comments:

Post a Comment