এখন থেকে ঘরে বসেই করুন জিডি - Suo Moto

Breaking

Saturday, January 21, 2023

এখন থেকে ঘরে বসেই করুন জিডি



জিডি হলো ইংরেজি শব্দ জেনারেল ডাইরি এর সংক্ষিপ্ত রূপ। সাধারনত কোনো মূল্যবান বা, প্রয়োজনীয় সামগ্রী হারিয়ে গেলে অথবা কেউ কাওকে হুমকি প্রদান করলে থানায় অভিযোগকারীর পক্ষে জিডি এন্ট্রি করা হয়ে থাকে। তবে জিডি এর পরিধি এবং ব্যপ্তি আরো অনেক বেশি। কোনো একটি থানার অধীনস্ত এলাকায় ২৪ ঘন্টার মধ্যে ঘটে যাওয়া সকল উল্ল্যেখযোগ্য ঘটনা জিডি তে উল্ল্যেখ করা হয়ে থাকে। প্রত্যেকটি থানায় জেনারেল ডাইরি রাখা বাধ্যতামূলক।


জেনারেল ডাইরি সম্পর্কে বিস্তারিত বলা আছে পুলিশ এক্ট এর ধারা ৪৪ এবং পুলিশ রেগুলেশন্স এর ৩৭৭ নাম্বার রেগুলেশনে। মূলত থানায় দায়েরকৃত সকল অভিযোগ, আমলযোগ্য ও আমল অযোগ্য সকল অপরাধ, অভিযোগকারীর নাম, গ্রেফতারকৃত ব্যক্তিদের নাম, তাদের বিরুদ্ধে আনীত অভিযোগ, জব্দ করা অস্ত্র বা মালামাল এবং সাক্ষীদের নাম জেনারেল ডাইরিতে লিপিবদ্ধ করতে হয়।


অনেক সময় থানায় জিডি করতে গেলে হয়রানির স্বীকার হতে হয়। কখনো বা ঘুষ প্রদান করার মতো ঘটনাও ঘটে থাকে। হয়রানি বন্ধে এবং খুব সহজেই ঘরে বসে যেন ভুক্তভোগী জিডি করতে পারে সেই জন্য বাংলাদেশ পুলিশ অভিনব এক ব্যবস্থা গ্রহণ করেছে। ঘরে বসে জিডি করতে প্রয়োজন হবে—


1) একটি স্মার্ট ফোন

2) জাতীয় পরিচয়পত্র

3) সচল মোবাইল নাম্বার এবং

4) ইমেল এড্রেস


ঘরে বসেই জিডি করার পদ্ধতিঃ


প্রথমেই স্মার্ট ফোনের গুগল প্লে-স্টোর থেকে Online GD এপসটি ডাউনলোড করতে হবে। ডাউনলোড করা শেষ হলে এপস-এ প্রবেশ করে নিবন্ধন অপশনটিতে ক্লিক করতে হবে। তখন আরো একটি এপস ডাউনলোড করতে হবে। সেটি ডাউনলোড করে ওপেন করতে হবে।  এরপর পুনরায় নিবন্ধন অপশনটিতে ক্লিক করতে হবে। সেখানে আপনি পরিচয়প্ত্র যাচাই করার জন্য পরিচয়পত্রের নাম্বার এবং জন্ম তারিখ প্রদান করে পরিচয়পত্র যাচাই অপশনটিতে ক্লিক করবেন। তখন স্ক্রীনে আপনার নাম, জন্ম তারিখ,  পিতা এবং মাতার নাম দেখাবে। স্ক্রিনে দেখানো তথ্য যদি সঠিক হয় তাহলে ‘তথ্য সঠিক হলে এখানে ক্লিক করুন’ অপশনে ক্লিক করতে হবে। তারপর ফটো ভেরিফিকেশন এর জন্য ক্যামেরার মাধ্যমে ফটো ভেরিভাই করা হবে। ফটো ভেরিফিকেশন শেষ হলে ১১ ডিজিটের মোবাইল নাম্বার প্রদান করতে হবে, সেই সাথে একটি পাসওয়ার্ড সিলেক্ট করে দিতে হবে। এরপর ‘এখানে ক্লিক করে একাউন্ট তৈরি করুন’ অপশনে ক্লিক করতে হবে। ব্যাস আপনার রেজিসট্রেশন সফল।



রেজিসট্রেশনকৃত মোবাইল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়ে প্রথমে ডাউনলোড করা  এপসটিতে লগইন করতে হবে। তখন আপনার জেলা, উপজেলা এবং গ্রামের নাম দেখাবে। আপনি শুধু পরবর্তী অপশনে ক্লিক করবেন। তারপর আপনার জাতীয় পরিচয় পত্রের নাম্বার, জন্ম তারিখ এবং  মোবাইল নাম্বার দেখাবে। যদি সব ঠিক থাকে তাহলে পরবর্তী অপশনে ক্লিক করবেন। এরপর আপনার স্বাক্ষর প্রদান করতে  বলবে। স্বাক্ষর প্রদান শেষ হলে ‘পরবর্তী’ অপশনে ক্লিক করুন। তারপর আপনার মোবাইল অপারেটর সিলেক্ট করুন এবং ইমেইল এড্রেস প্রদান করে সাবমিট অপশনে ক্লিক করুন। আপনার মোবাইল নাম্বার ভেরিফাই করার জন্য একটি ওটিপি কোড পাঠানো হবে, সেটি প্রবেশ করিয়ে আপডেট অপশনে ক্লিক করুন। ওটিপি ভেরিফাই হয়ে গেলে আপনার রেজিস্ট্রেশন সম্পন্ন হয়েছে। এখন আপনি লগইন করে জিডি করতে পারবেন।


মূলত কোনো জিনিস হারিয়ে গেলে অথবা পাওয়া গেলে জিডি করতে পারবেন। যদি যানবাহন, মানুষ, কম্পিউটার, মোবাইল, ডকুমেন্ট, কার্ড সমূহ, গহনা বা, অন্যান্য জিনিস যেম্ন পশুপাখি, ইলেক্ট্রনিক্স, চাবি, টাকা পয়সা, ব্যাগ, ঘড়ি ইত্যাদি হারিয়ে গেলে বা, খুঁজে পেলে এপস ব্যবহার করেই জিডি করা যাবে। এর জন্য শুধু আপনাকে প্রয়োজনীয় কিছু তথ্য সরবরাহ করলেই হবে। জিডি সাবমিট করার পর জিডি সম্পর্কিত আপডেট এপসের মাধ্যমে কিংবা এসএমএস এর মাধ্যমে প্রতিনয়ত আপনাকে জানানো হবে।


বাংলাদেশের যেকোনো প্রান্তে বসে কোনো নির্দিষ্ট থানায় জিডি করা গেলেও আপাতত দেশের বাইরে থেকে উক্ত সুবিধা পাওয়া যাবেনা। কোনো কিছু পাওয়া বা, হারানো ব্যতীত যেমন, হুমকি বা, ভয়ভীতি দেখানোর জন্য যদি জিডি করতে চান তাহলে অবশ্যই আপনাকে থানায় গিয়ে জিডি করতে হবে।


আরো পড়ুনঃ- 



No comments:

Post a Comment